Hindu Song [মহাপ্রভুর জাগরণ]
মহাপ্রভুর জাগরণ (শচীর গৃহে)

উঠ উঠ গোরাচাঁদ নিশি পোশাইল।
নৈদেরবাসী ভক্তবৃন্দ সকলে জাগিল।।
ময়ূর ময়ূরী ডাকে কোকিল করে ধ্বনি।
কত সুখে নিদ্রা যাও গৌরাগুণমণি।।
অরুন উদয় হলো কমল প্রকাশ।
ত্যাজিল মধুকর কমুদিনী পাশ।।
গা তোল বসন পর অঙ্গে কর বেশ।
জাগিল নৈদেরবাসী নিশী অবশেষ।।
কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলি কর উচ্চারণ।
গঙ্গাজল দিয়্ মুখ কর প্রক্ষালন।।
Posted By: Sourav Dash
No comments